September 20, 2024
আঞ্চলিক

কলারোয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারিদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

পৌর কর্মকর্তা-কর্মচারিদের রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী ভাতা ও শতভাগ বেতন ভাতা প্রদানের দাবিতে কলারোয়া পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪ জুলাই থেকে পূর্নদিবস কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন এর উদ্যোগে তারা এই পূর্নদিবস কর্মবিরতি ডাক দেয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মবিরতি একটানা বিকাল ৫টা পর্যন্ত চলে।

স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মবিরতি পালন করেন-কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সচিব তুষার কান্তি দাস, প্রকৌশলী ওজিয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সোহরাওয়ার্দ্দী হোসেন, সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান, কর আদায়কারী মো:ইমরুল হোসেন, কর নির্ধারক নাজমুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর সুরেন্দ্র শাহ কাজল, কার্য সহকারী ইমরান হোসেন, সদস্য আল আমীন, মফিজউদ্দীন, নজরুল ইসলাম, শরীফ হোসেন, শহীদ, নূরালী, আবুল কালাম আজাদ সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। পূর্নদিবস কর্মবিরতি সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারিরা তাদের কেন্দ্র ঘোষিত দাবিসমূহ অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *