December 9, 2024
Uncategorized

কলারোয়ায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ব্যক্তিকে আটক করেছে। গতকাল সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান-তার নেতৃত্বে এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মোঃ রইচ উদ্দিন, এএসআই মোঃ নুর আলী, এএসআই মোঃ মোস্তাক আহম্মেদ সহ সংগীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নস্থ মদনপুর গ্রামের জনৈক সৈয়দ আলী মোড়লের বাঁশবাগানের মধ্য অভিযান পরিচালনা করেন। এসময় মদনপুর গ্রামের জনাব আলী মোড়লের ছেলে ফারুক হোসেন (২৮) এর কাছ থেকে ২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে একটি মামলা নং-১০(০২)১৯ দায়ের হয়। অপর এক অভিযানে কলারোয়া পৌরসভাধীন মুরারিকাটির কাজী পাড়াস্থ ইয়াবা ব্যবসায়ী কাজী শাহনেওয়াজ এর স্ত্রী মোছা নাজমুন নাহার (২৫) এর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১১(২)১৯ দায়ের হয়েছে। গতকাল সকালে উভয় ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *