কলারোয়ায় অস্বাভাবিক চেহারার শিশুর জন্ম, মানুষের ভীড়
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
মানুষের মধ্যে আর সেই বিবেক বোদ বলতে কিছুই নেই। কি করে এমন একটা কাজটা করতে পারে অমানুষ গুলো ? সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বেলা ১১টার দিকে মানসিক প্রতিবন্ধী এক অজ্ঞাত (২৫) বছরের মহিলা স্কুলের মাঠেই এই সন্তানের জন্ম দেয়। নবজাতক ভুমিষ্ঠের পর কিছু সময় বেঁচে ছিলেন বলে জানায় স্থানীয়রা। তারপরে বাচ্চাটি মারা যায়।
সস্তানের বাবা কে তার কোন খবর পাওয়া যায়নি। কৌতুহল শিশুটির অস্বাভাবিক চেহারা আর আকৃতির সমস্ত শরীর দেখে মানুয়ের ভীড়। কে এই নর পশু? তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এলাকাবাসী।