October 4, 2024
আন্তর্জাতিক

করোনা ভাইরাস: আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত চার হাজার ছয় শতাধিক মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এক টুইটে ট্রাম্প বলেন, এয়ারলাইনস-সহ যেসব ব্যবসা প্রতিষ্ঠান ‘চাইনিজ’ ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রবলভাবে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

যদিও চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নাম দেওয়া হয়েছে সার্স-করোনাভাইরাস-২, তারপরও সেটিকে ‘চাইনিজ ভাইরাস’ বলে সম্বোধন করছেন ট্রাম্প। ইতোপূর্বে এটিকে চাইনিজ বা উহান ভাইরাস নাম দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছে চীন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *