করোনা থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে : মেয়র
দ. প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যায় অভ্যস্থ করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করে। তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য ‘‘পরিচ্ছন্ন শহর-পরিচ্ছন্ন গ্রাম’’ কর্মসূচি উদ্বোধন করেন। সম্মিলিতভাবে এ কর্মসূচী বাস্তবায়ন করতে হবে।
সিটি মেয়র গতকাল শনিবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুরস্থ নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ ময়দানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্কুলের প্রতিষ্ঠাতা ও কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, কেসিসি’র কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, মো: ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী সাফায়েত হোসেন হোয়াইট। স্কুলের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আবু দাদরা মো: আরিফ বিল্লাহ, কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ বিভিন্ন স্কুলের শিক্ষাক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।