করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো ৩০০০
অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৯০ হাজারে।
নতুন এ করোনাভাইরাসে ৯০ শতাংশের বেশি মৃত্যু ঘটেছে চীনের হুবেই প্রদেশে, যেখানে গতবছরের শেষে এ ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল।
চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১১টি জায়গায় ১৩৬ জনের মৃত্যুর কারণ হয়েছে নভেল করোনাভাইরাস। এর মধ্যে ইরানে ৫৪ জন এবং ইতালিতে ৩৪ জনের প্রাণ গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
বিবিসি লিখেছে, চীনের চেয়ে এখন চীনের বাইরে এ ভাইরাস ছড়াচ্ছে দ্রুতগতিতে। তবে অধিকাংশ রোগীর ক্ষেত্রে কেবল মৃদু উপসর্গ দেখা যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার জানিয়েছে, নভেল করোনাভাইরাসে মৃত্যু হার ২ থেকে ৫ শাতাংশের মধ্যে।
চীনে জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার দেশটির মূল ভূখণ্ডে ২০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪২ জনের।
সব মিলিয়ে চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৮০ হাজার ২৬ জনে; আর মৃত্যু হয়েছে মোট ২ হাজার ৯১২ জনে।
চীনের মূল ভূখণ্ডের বাইরে ইরানে ৫৪ জন, ইতালিতে ৩৪ জন, দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, জাপানে ১২ জন, হংকং, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ২ জন করে এবং ফিলিপিন্স, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে একজন মনে মারা গেছেন নভেল করোনাভাইরাসে।