করোনাভাইরাস: উহান থেকে ১৭৫ জনকে ফেরাল নেপাল
নতুন করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর থেকে ১৭৫ জনকে দেশে ফিরিয়ে নিয়েছে নেপাল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাহেন্দ্র শ্রেষ্ঠা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রোববার ভোররাতে ১৩৪ পুরুষ ও ৪১ নারীকে নিয়ে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
উহানে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ফেরাতে তাদের অভিভাবকরা বিক্ষোভ দেখানোর পর সেখানে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিলো নেপাল। ফেরত আসা নেপালিদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানিয়েছেন শ্রেষ্ঠা।
দেশে ফেরা এ নাগরিকদের রাজধানীর কাছে ভক্তপুর শহরে দুই সপ্তাহ ‘পৃথক অবস্থায়’ নজরদারির মধ্যে রাখা হবে।
“পৃথক অবস্থায় তারা চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। দুই সপ্তাহ পরও সুস্থ থাকলে তাদেরকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হবে,” বলেছেন শ্রেষ্ঠা।
উহানে পড়তে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে গত সপ্তাহে তাদের অভিভাবকরা নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছিল।
সেসময় নেপাল সরকার জানায়, উহান থেকে ফেরত আনা লোকজনকে যেসব ভবনে ‘পৃথক করে রাখা হবে’ তা প্রস্তুতে সময় লাগছে, তাই তাদের ফিরিয়ে আনতে দেরি হচ্ছে।
ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে এক হাজার ৬৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে; আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ হাজার।
তবে চীনের বাইরে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক অনেক কম। নেপালে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে।