কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবি’র সভা
খবর বিজ্ঞপ্তি
উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, ঐতিহ্যবাহী তেভাগা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমৃত্যু বিপ্লবী কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)’র খুলনা মহানগর কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং এ মহান বিপ্লবীর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি’র মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ।
মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য অরুণা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, সদর থানা সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, মহানগর নেতা জাহানারা আক্তারী, নীরজ রায়, শ্রীবাস অধিকারী, সাইদুর রহমান, সাইদুর রহমান বাবু, যুবনেতা এড. খান আজরফ হোসেন মামুন প্রমুখ।