কমছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
সারা দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার দুই মাস পর রোগীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। এই সময় হাসপাতালে ভর্তি রোগী এবং নতুন আক্রান্ত রোগী- দুটোই কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর সরকারি-বেসরকারি ৪১টি হাসপাতালের ডেঙ্গু রোগীর তথ্য দেয়। গত চব্বিশ ঘণ্টায় ৪১টি হাসপাতালের মধ্যে ২১ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী ভর্তি হননি। ১৫টি জেলায় নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি।
গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন। গত ২১ জুলাই ডেঙ্গু রোগীর সংখ্যা চারশ ছাড়িয়েছিল। সেদিন ৪২১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এরপর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়েছে। একদিনে সবচেয়ে বেশি দুই হাজার ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ৭ আগস্ট। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর রেকর্ড এটি।
পুরো আগস্টজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হাজারের উপরে ছিল। ৩০ আগস্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৬০ জনে নেমে আসে। এরপর থেকে ধারাবাহিকভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারর্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত ৮৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৫২৫ জন রোগী। এখন পর্যন্ত ৯৭ ভাগ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯৯ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৮৭৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ হাজার ২২৪ জন রোগী ভর্তি আছেন। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৯০ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোয় ভর্তি আছেন ৮ হাজার ১৮৪ জন।