September 20, 2024
জাতীয়

কক্সবাজারে ২ গুলিবিদ্ধ লাশ, পাশে ইয়াবা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কক্সবাজার শহরের পাহাড়ি এলাকা থেকে ইয়াবাসহ গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার পরিদর্শক মোহাম্মদ খায়রুজ্জামান বলেন, সোমবার দুপুরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে শহরের কলাতলী কাটাপাহাড় এলাকা থেকে তারা এই অজ্ঞাতপরিচয় লাশ দুটি উদ্ধার করেন। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।

পরিদর্শক খায়রুজ্জামান বলেন, তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার বিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে। লাশের আশপাশে তল­াশি দুটি বন্দুক, ছয়টি গুলি ও ৪০০ ইয়াবা পাওয়া গেছে। ভোরে কাটাপাহাড় এলাকার মানুষ গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *