ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীর সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শেখ সাহিদুর রহমানের অসুস্থ স্ত্রীকে গতকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡াবধানে তাঁর চিকিৎসা চলছে। গতকাল বিকেলে পার্টির জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল-ইসলাম তাঁকে দেখতে যান। তাঁরা কিছু সময় সেখানে অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।
অপরদিকে পার্টি’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শেখ সাহিদুর রহমানের অসুস্থ স্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমÐলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, মনির আহমেদ প্রমুখ।