ওয়াইফাই-৬ সংবলিত সর্বপ্রথম ফোন স্যামসাং এস ১০
অনলাইন প্রতিবেদক
গ্যালাক্সি এস সিরিজের এস১০ ফোনে প্রথমবারের মত ব্যাবহার হতে পারে ওয়াইফাই ৬ প্রযুক্তি। এস১০ সিরিজের সবগুলা সংস্কারেই এই প্রযুক্তি থাকবে বলে জানা গেছে।
এই ডিভাইসে ওয়াই-ফাই ৬ থাকলেই দ্রুতগতি পাওয়া যাবে বিষয়টি অবশ্য এমন নয়। এর জন্য ওয়াই-ফাই ৬ রাউটারও লাগবে। আর আলাদা আলাদা ডিভাইসে খুব বেশি গতি বাড়তে দেখা যায় না ওয়াই-ফাই ৬-এ। বাড়ি বা ওয়াই-ফাই নেটওয়ার্ক যেখানে অনেক বেশি ডিভাইস যুক্ত থাকে সেগুলোর কার্যকরিতা বাড়াতেই আনা হয়েছে ওয়াই-ফাই ৬।
ডিভাইসে ওয়াই-ফাই ৬ সমর্থন তাই এখন খবু বেশি প্রভাব ফেলবে না। তবে ভবিষ্যতে বেশ কার্যকরি হতে পারে এটি।
এখন পর্যন্ত খুব বেশি ওয়াই-ফাই ৬ ডিভাইস বাজারে আসেনি। তবে গ্যালক্সি এস১০ সেটি পরিবর্তন করবে বলে ধারণা করা হচ্ছে।
২০ ফেব্রুয়ারির ইভেন্টে উন্মোচন করা হবে নতুন গ্যালাক্সি এস১০-এর তিনটি সংস্করণ। ওয়াই-ফাই ৬ সমর্থক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে ডিভাইসটিতে।
এখন পর্যন্ত বিস্তৃতভাবে এই চিপের ব্যবহার শুরু হয়নি। তবে, বছরজুড়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এই প্রসেসর ব্যবহার করা হবে বলেই ধারণা করা হচ্ছে।