ওস্তাদ কালীপদ দাস স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাস ‘স্বাধীনতা পদক-২০২০’ -এ ভূষিত হওয়ায় খুলনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রবিবার তাঁর খুলনার বাইতিপাড়াস্থ বাসভবনে যেয়ে জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নৃত্যশিল্পী সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় খুলনা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, হুমায়নু কবীর ববি, মোস্তাক সেলিম পপলু, কামরুল ইসলাম বাবলু, শরিফুল ইসলা সেলিম, এনামুল হক বাচ্চুসহ ওস্তাদ কালীপদ দাসের সহধর্মিনী এবং একমাত্র কন্যা সুবর্ণা দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওস্তাদ কালীপদ দাস ১৯১৩ সালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক লাভ করেন। তিনি ১৯৯৪ সালে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণ সঙ্গীতে প্রশিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৫ সাল পর্যন্ত প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন। অশীতিপর বৃদ্ধ কালীপদ দাস বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর বাইতিপাড়াস্থ বাসবভনে অবস্থান করছেন।