ওসি মারুফকে পুনর্বহালের দাবিতে কলারোয়ায় ছাত্রলীগের মানববন্ধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ কে পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মারুফ আহমেদ জনির নেতৃত্বে যশোর-সাতক্ষীরা মহাসড়কে শত শত ছাত্রলীগের নেতাকর্মী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
পরে সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বেনজীর আহমেদ হেলাল, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মারুফ আহমেদ জনি, কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি প্রসেনজিত রায় চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ হিৃদয়, সোনাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, ছাত্রলীগ নেতা- শামীমুজ্জামান টিপু, মিলন হোসেন, আলমগীর হোসেন, সজল, তুহিন, সৌরভ, বিপুল, সাগর হোসেন, রাজীব, ইকবাল হোসেন, আঃ সালাম প্রমুখ। সমাবেশে শত শত ছাত্রলীগ নেতাকর্মী কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ কে কলারোয়া থানায় পূর্নবহাল করার দাবী জানান।
উল্লেখ্য-কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ একটি অনুষ্ঠানে নৌকা মার্কায় ভোট চাওয়ায় নির্বাচন কমিশনে তাকে অস্থায়ী ভাবে প্রত্যহার করার জন্য আদেশ দেন। সে আদেশের ভিত্তিতে থানার ওসি শেখ মারুফ আহম্মেদকে কলারোয়া থানা থেকে প্রত্যহার করা হয়।