July 27, 2024
জাতীয়

এয়ারপোর্ট থেকে ৭০ লাখ টাকার ১৫শ’ কচ্ছপ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক
ফিলিপাইনের মানিলা এয়ারপোর্ট থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের মোট ১ হাজার ৫২৯ টি কচ্ছপ উদ্ধার করেছে দেশটির পুলিশ। রবিবার এয়ারপোর্টে চারটি বেওয়ারিশ লাগেজ থেকে এই বিভিন্ন প্রজাতির এই বিপুল সংখ্যক বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করা হয়। খবর বিবিসি।
ফিলিপাইনের কাস্টম ব্যুরো জানায়, ‘হংকং থেকে আসা এক ফিলিপাইন যাত্রী লাগেজে করে এই বিপুল কচ্ছপ নিয়ে আসে করে। তবে দেশের বন্যপ্রাণী পাচার সম্পর্কে অবহিত হয়েই শেষ পর্যন্ত লাগেজ চারটি না নিয়েই বিমানবন্দর ত্যাগ করেন’।
এদিকে দেশটির পুলিশের দাবি, ধরা পড়ার ভয়েই পাচারকারী কস্টেপ পেঁচানো কচ্ছপ ভর্তি এই ব্যাগগুলো এয়ারপোর্ট থেকে নিতে আসেনি’। পুলিশ সূত্রে আরও জানা যায়, বেআইনি বন্যপ্রাণী পাচারে দেশটিতে ২ বছরের কারাদণ্ড ও প্রায় ৮ লাখ জরিমানার বিধান রয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলোকে দেশটির বন্যপ্রাণী ট্রাফিক মনিটরিং ইউনিটের কাছে হস্তান্তত্র করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *