এসডিজি বাস্তবায়নে ফকিরহাট হবে মাইলফলক : বিভাগীয় কমিশনার
ফকিরহাট প্রতিনিধি
খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, বলেছেন এসডিজি বাস্তবায়নে ফকিরহাট উপজেলা হবে আগামী দিনের একটি মাইল ফলক, তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বলিষ্ট ভুমিকা পালন করছে, যা সত্যিই প্রসংশনীয়। তাদের ভাল কাজ গুলি আমরা সরকারের উপর মহলে পৌছে দিয়ে এধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি গতকাল মঙ্গলবার দুুপরে ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেতাগা ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পের আলোকে খুলনা বিভাগের উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণের সমন্বয়ে অনুভূমিক শিক্ষা এবং এসডিজি বাস্তবায়নে এর ভুমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষারমান উন্নয়ন, ঝড়েপড়া রোধ, শ্রেণি কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি করতে ডিজিটাল হাজিরা, মেয়েদের চেঞ্জরুম নির্মান, বর্জ্য ব্যাবস্থাপনা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বনানয়ন ও নিরাপদ সবজি উৎপাদনে বেতাগা ইউনিয়ন পরিষদ অনেকটা এগিয়ে রয়েছে। যা সারা দেশের একটি মডেলে পরিনত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খন্দকার , ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক, যশোর চৌগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তানীসুর রহমান, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাংগীর হোসাইন, মাগুরা শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর, মেহেরপুর গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, খুলনার কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, নড়াইল জেলার কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীম লিংকন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, খুলনা রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন আক্তার ও ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, তেরখাদার মুধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহিসন, তালার সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহামন, যশোর সদর লেবুতলা ইউপি চেয়ারম্যান মোঃ আলীমুজ্জামান মিলন, নড়াইল সদর চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়া, ঝিনাইদহ সদরের হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ, মাগুরা সদর সরোজিতপুর ইউপি চেয়ারম্যান সঞ্জিত কুমার বিশ্বাস, কুষ্টিয়ার মীরপুর আমলা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, চুয়াডাঙ্গা দামুড়হুদার কুড়–লগাছী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ এনামুল করীম ও মেহেরপুর মুজিবনগর মোনাখালী ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান প্রমুখ।
এর আগে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা পিলজংগ ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত গণগ্রন্থগারের উদ্ভোধন, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জরুম, ইউনিয়ন পরিষদ চত্তরে বর্জ্য ব্যাবস্থাপনা চৌবাচ্চা, মাসকাটা কমিউনিটি ক্লিনিক, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, আর্গানিক বেতাগা, শেখ হেলাল উদ্দীন মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন, চেঞ্জরুম, সততা ষ্টোর, সুপ্রিয় পানি ব্যবস্থাপনা ও সামাজিক বনায়ন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এদিন খুলনা বিভাগের ১০জন শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ১০জন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ও ১০জন শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।