December 7, 2024
আঞ্চলিক

এসএসসির প্রশ্নপত্র বিপর্যয়ে নগর ছাত্রদলের উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি

এসএসসি পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীনতা, ভুল প্রশ্নপত্র সরবরাহ, হলে কর্তব্যরত শিক্ষক কর্তৃক পরীক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদানের ঘটনাকে শিক্ষা ব্যবস্থার ভয়াবহ ত্রুটি হিসেবে অভিহিত করে কোমলমতি শিক্ষার্থীদের অমূল্য শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি না খেলার আহবান জানিয়েছেন খুলনা মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

গতকাল এক বিবৃতিতে মহানগর ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন এ আহবান জানান। বিবৃতিতে বলা হয়েছে, একটি পরীক্ষা বাতিল এবং অপর পরীক্ষা স্থগিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্টরা কতোটা উদাসীনতা ও কান্ডজ্ঞানহীনতার প্রমাণ দিয়েছেন। এটি সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও যশোর শিক্ষা বোর্ডের ব্যর্থতা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *