April 25, 2024
জাতীয়

এলপিজির দাম বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি : প্রতিমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক
বাসাবাড়ির চুলার জন্য বাজারে থাকা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দাম কমাতে কোম্পানিগুলোকে ‘শক্তভাবে’ ধরা হবে। এলপিজি খাতে কিছু বেসরকারি কোম্পানির ‘একচেটিয়া আধিপত্যের’ লাগাম টানতে অচিরেই নীতিমালা প্রণয়ন ও রেগুলেটর নিয়োগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল রবিবার রাজধানীতে দুই দিনব্যাপী সাউথ এশিয়ান এলপিজি সামিটের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অর্থনৈতিক সমৃদ্ধির পথে থাকা বাংলাদেশে এলপিজি চাহিদা দ্রুত বাড়ছে বলে বেশ কয়েকজন অতিথির বক্তব্যে উঠে আসে।
পরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাজারে এলপিজির যে দাম এখন আছে তা বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি। বেসরকারি কোম্পানিগুলো এলপিজির যা ইচ্ছা দাম বাড়াচ্ছে। এখন সময় আসছে এদের শক্তভাবে ধরার। প্রাইসের ব্যাপারে আর কমপ্রোমাইজ করার সুযোগ নেই।
বিশ্ববাজারে এলপিজির দাম কমছে। কিন্তু বাংলাদেশে যখন তিনটা হাত ঘুরে এই এলপিজি গ্রাহকের কাছে যায় তখন এমনিতেই দাম ৪০০-৫০০ টাকা বেড়ে যায়। বর্তমানে ফিলিং স্টেশনগুলো থেকে গাড়িতে প্রতি লিটার এলপিজি ৪২ টাকায় দেওয়া হয়। অন্যদিকে আবাসিকের জন্য নির্ধারিত ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম রাখা হয় ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা।
প্রতিমন্ত্রী জানান, সরকার এ পর্যন্ত ৫৫টি কোম্পানিকে এলপিজির জন্য প্রাথমিক লাইসেন্স দিয়েছিল। কিন্তু বাস্তবে মাঠে আছে মাত্র ১৮টি থেকে ২২টি কোম্পানি। এর বাইরেও গ্রাহক পর্যায়ে পৌঁছানোর আগে বেশ কয়েকজনের হাত ঘোরে এলপিজির সিলিন্ডার। দাম বৃদ্ধির এটাও একটা কারণ বলে মনে করেন নসরুল হামিদ। বার্ষিক ৮০ হাজার টন থেকে এখন এক মিলিয়ন টন হয়েছে এলপিজির বাজার। আগামীতে তা আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সরকার এলপিজির দাম সহনীয় ও যৌক্তিক পর্যায়ে আনতে উদ্যোগ নেবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলপিজির দাম কীভাবে আরও সাশ্রয়ী করা যায় সেটা চিন্তা করা হচ্ছে, আমরা একটা পলিসি তৈরি করছি। এই ব্যবসাকে একটা রেগুলেশনের আওতায় আনতে হবে। যারা ব্যবসা করছে তারা সব কিছু মেনে ঠিকঠাকভাবে করছে কি না, তা রেগুলেটর দেখবে। সরকারি কোম্পানি বিপিসি এলপিজির ব্যবসা করলেও তার অবস্থা ‘খুবই খারাপ’ বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ইউরোগ্যাস কোম্পানির এমডি ও এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এলপিজি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ধারণাটা সঠিক নয়। কোম্পানিগুলো বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি তিনমাস পর পর দাম ঠিক করে। ডিলার ও এজেন্ট পর্যায়ে গিয়ে সেই দাম বেড়ে যায়।
এর আগে দুই দিনব্যাপী এলপিজি সামিটের উদ্বোধনী বক্তব্যে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আজম জে চৌধুরী বলেন, এলপিজি একটি ইনোসেন্ট পণ্য। গত চার বছরে প্রায় ২০ মিলিয়ন মানুষ প্রচলিত জ্বালানি থেকে বেরিয়ে এলপিজির ব্যবহার শুরু করেছে। এই সময়ের মধ্যে এলপিজির বার্ষিক খরচ ৮০ হাজার টন থেকে বেড়ে এক মিলিয়ন টনে উন্নীত হয়েছে।
বাংলাদেশে এলপিজির বাজার ধীরে ধীরে আরও বড় হচ্ছে উলে­খ করে তিনি বলেন, এই খাতে মাঝারি মানের বিনিয়োগকারীদের জন্য সতর্কতা রয়েছে। এই খাতে অপরিকল্পিত বিনিয়োগ ব্যবসায়ীদের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। পর্যান্ত বিনিয়োগ না করে এখানে কমপ্লায়েন্স হওয়া যায় না। ফলে তা ভয়াবহ বিপদের কারণ হতে পারে।
আগামী দুই বছরের মধ্যে আরও অন্তত ১০টি কোম্পানি বাংলাদেশের এলপিজি খাতে যুক্ত হচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে। দুই দিনের এই সম্মেলনে ৮০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের এলপিজি সম্পর্কিত সর্বশেষ প্রযুক্তি ও তথ্য উপস্থাপন করছে। এতে প্রায় ২০০ জন বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে।
অনুষ্ঠানে শিল্পে এলপিজি ব্যবহারের জন্য সেন্ট্রাল প্ল্যান্ট, বিভিন্ন আকারের বোতল, এলপিজিচালিত মোটরসাইকেল, ভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদর্শন করছে দেশ-বিদেশি কোম্পানিগুলো। এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিপিসির চেয়ারম্যান শামসুর রহমানসহ অন্যান্য অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *