এর মধ্যেই দেড় লাখ অর্ডার পেয়েছে সাইবারট্রাক
বৃহস্পতিবার বিদ্যুতচালিত ‘সাইবারট্রাক’ উন্মোচন করেছে টেসলা। ট্রাকটি পেতে এরইমধ্যে প্রায় দেড় লাখ মানুষ অর্ডার করেছেন। অথচ আদৌ বাজার পাবে কি না সে বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন শেয়ার বাজার বিশ্লেষকরা।
শনিবার টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইটে লিখেছেন, “এ পর্যন্ত সাইবারট্রাকের অর্ডার এসেছে ১ লাখ ৪৬ হাজার। এর মধ্যে ৪২ শতাংশের পছন্দ ডুয়াল মোটর, ১৭ শতাংশ চাইছে সিঙ্গল মোটর, আর ‘ট্রাই’ মোটর চাইছেন ৪১ শতাংশ।” মাস্ক আরও জানান, ‘কোনো প্রকার বিজ্ঞাপন বা অর্থ খরচ করতে হয়নি অর্ডারগুলোর জন্য’। — খবর রয়টার্সের।
সাইবারট্রাক উন্মোচনের সময় অবশ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন মাস্ক। উন্মোচন অনুষ্ঠানে মাস্কসহ উপস্থিত সবাইকে স্তম্ভিত করে দিয়ে ‘লোহার বলের’ আঘাতে ভেঙে যায় মজুবত সাইবারট্রাকের ‘বুলেটপ্রুফ’ কাঁচ। মঞ্চে মাস্ক সামলে নিলেও ভাইরাল হয়ে যায় ঘটনাটি। নতুন পণ্যের বদলে সবাইকে অঘটনটি নিয়েই বেশি কথা বলতে দেখা গেছে। রাতারাতি টুইটারের ‘ট্রেন্ডিং’ অংশেও জায়গা করে নেয় ‘সাইবারট্রাক’।
উন্মোচনের পর অনেক ওয়াল স্ট্রিট বিশ্লেষক শঙ্কা প্রকাশ করেন ট্রেসলার ওই সাইবারট্রাকের ‘আধুনিক’ ডিজাইন নিয়ে। অনেক বিশ্লেষক আবার নতুন ট্রাকটির ব্যাপারে টেসলাকে সাধুবাদ জানান। অনেকে প্রশ্ন তুলেছেন আবার পিকআপ ধাঁচের বৈদ্যুতিক ট্রাকটির ‘টেকসই’ ক্ষমতা নিয়ে।
এতো ‘কথা’ হওয়ার পেছনে অবশ্য কারণও রয়েছে। নতুন ‘সাইবারট্রাক’ নিয়ে টেসলা যুক্তরাষ্ট্রের বেশ ‘লাভজনক’ একটি বাজারে পা রাখার চেষ্টা করেছে।
মার্কিন পিকআপ ট্রাক বাজার শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বেও ‘লাভজনক’ হিসেবে সুপরিচিত। ওই বাজারে ‘আধিপত্য’ বিস্তারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফোর্ড মোটর, জেনারেল মোটর্স, ফিয়াট অটোমোবাইলের মতো মহারথীরা। এবার সে বাজারে শামিল হলো টেসলা।
২০২১ সাল নাগাদ নিজেদের বৈদ্যুতিক ট্রাকটির উৎপাদন কাজ শুরু করার পরিকল্পনা করেছে