এমপি আক্তারুজ্জামান বাবু’র শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছার দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ বাসুদেব রায় (৬৫) ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এছাড়া কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল গফুর ঢালীর পিতা বায়েন ঢালী (৮৫) গতকাল শুক্রবার খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত উভয় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।