এবার সামনের দিকে তাকাতে হবে : ফিঞ্চ
ক্রীড়া ডেস্ক
শেষ বারো মাসে অস্ট্রেলীয় ক্রিকেটে নবজন্ম নিয়ে গর্বিত অ্যারন ফিঞ্চ। একই সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরে বিদায়ের কথা ভেবে আবার খারাপও লাগছে। অজি অধিনায়কের দাবি, এ বার টুর্নামেন্টে তার দল সব চেয়ে খারাপ খেলাটা খেলেছে এজবাস্টনে।
এ বিষয়ে ফিঞ্চ বলেছেন, আমি মনে করি শেষ বারো মাসে এই দলটা অনেক উন্নতি করেছে। এবং এতটা উন্নতি করার জন্য আমি রীতিমতো গর্বিত। এখানে এসেছিলাম বিশ্বকাপটা জিততেই। কিন্তু সব কিছু যে ভাবে শেষ হলো তাতে আমি চূড়ান্ত হতাশ। সেমিফাইনালেই সম্ভবত আমরা এ বারের টুর্নামেন্টে সব চেয়ে খারাপ ক্রিকেটটা খেলেছি।
তার স্বীকারোক্তি, আসলে ওই ম্যাচটায় ইংল্যান্ড আমাদের সব বিভাগেই পরাজিত করেছে। আর প্রথম দশ ওভারেই ম্যাচের ভবিতব্য অনেকটাই ঠিক হয়ে যায়। ওদের বোলাররাই শুরুর ধাক্কাটা দিয়েছিল। ম্যাচটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলেই বুঝবেন যে, আমরা দাঁড়াতেই পারিনি।’
‘স্টিভ (স্মিথ) আর অ্যালেক্সকে (ক্যারি) ধন্যবাদ। ওদের জুটিতে ওঠা রানটার জন্যই আমাদের বোলাররা তাও ভালো কিছু করার একটা সামান্য হলেও সুযোগ পেয়েছিল। সঙ্গে এটাও জানতাম যে, ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ এই মুহূর্তে যথেষ্ট ভালো। বিশেষ করে, রয়। যে ভঙ্গিমায় ইংল্যান্ডের দুই ওপেনার ম্যাচটা বের করে নিয়ে গেল, তাতে আমাদের বোলাররা সত্যিই বিশেষ কিছু করার সুযোগ পায়নি।’
এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেই সহজ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ১০৭ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয়ে ফাইনালের টিকেট কাটে দলটি। ফলে প্রথমবারের মতো সেমিফাইনালে হারে অস্ট্রেলিয়া। এর আগের সাতটি সেমিফাইনালের সব কটিতেই জয় পেয়েছিল অজিরা।
ফাইনাল নিয়ে এই অধিনায়ক বলেন, অনেকে নিউজিল্যান্ডকে ধর্তব্যের মধ্যে রাখছে না জানি। আমি নিজে কিন্তু সেই দলে নাম লেখাতে চাই না। উইলিয়ামসনরা যথেষ্ট ভালো খেলছে এ বার। গ্র“প লিগে একটা-দু’টো ম্যাচে কী হয়েছে সেটা কোনও বিষয়ই নয়। যতই ইংল্যান্ড নিজেদের মাঠে তেতে থেকে নামুক না কেন, ফাইনালে কিন্তু যে কোনও দলই জিততে পারে।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফিঞ্চ বলেন, আমাদের জন্য বিশ্বকাপ শেষ। এবার সামনের দিকে তাকাতে হবে। সবাই একসঙ্গে বসব। দেখতে হবে, হঠাৎ করে একটা ম্যাচে কেন সবাই ব্যর্থ হলো। এই হারের একটাই অর্থ। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। এই এক বছরে যতদূর এসেছি সেটা মোটেই যথেষ্ট নয়। সেমিফাইনালে আমাদের হার সেটা প্রমাণ করে দিয়েছে। আপাতত আমাদের লক্ষ্য হওয়া উচিত আগামী চার বছরে নিজেদের সেরা জায়গায় নিয়ে যাওয়া।’