January 22, 2025
জাতীয়

এবার জাতিসংঘের কূটনীতিক করোনা ভাইরাসে আক্রান্ত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

জাতিসংঘের ফিলিপাইন মিশনের এক কূটনীতিক করোনা ভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়ার আগে জাতিসংঘের অন্য মিশনের দুই প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন ওই কর্মী। গতকাল শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক জানান, জাতিসংঘের স্বাস্থ্যসেবা কর্মকর্তারা ওই দুই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছেন।

বিবৃতিতে জানানো হয়, কোভিড-১৯ এ আক্রান্ত ওই কূটনীতিক গত ৯ মার্চ ৩০ মিনিটের জন্য জাতিসংঘের সদর দপ্তরে গিয়েছিলেন। সেসময় তিনি শুধু একটি সম্মেলন কক্ষে প্রবেশ করেছিলেন। ওই কক্ষটি তিনবার পরিষ্কার করা হয়েছে।

এ ঘটনার পর ফিলিপাইনের মিশন অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার সব কর্মীকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তারা সবাই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *