এনসিআরবি’র সদস্যদের নিয়ে জলবায়ু ঝুঁকি বিষয়ক সভা
খবর বিজ্ঞপ্তি
জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনের লক্ষে স্থানীয় আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিপরামর্শ করার উদ্দেশ্যে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ(সিডিপি)’র স্ট্রেংদেনিং পিপল’স একশন অন ক্লাইমেট রিস্ক রিডাকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্পের উদ্যোগে গঠিত নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ (এনসিআরবি)’র সদস্যদের নিয়ে জলবায়ূ ঝুকি বিষয়ক এক সভা সিডাবøুএফ ট্রেনিং সেন্টারে গতকাল বিকাল ৪টায় শ্যামল সিং রায় এর সভাপতিত্বে ও সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গভায় বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনার আহবায়ক এসএম শাহনওয়াজ আলী, এনসিআরবি খুলনা জেলা সাধারন সম্পাদক এমএ কাশেম, পিপিএন এর খুলনা জেলা সভাপতি ডা: এসএমএ হক, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো: নাসির উদ্দিন, হিউম্যানিটি ওয়াচ এর সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম সেলিম, এসএম দেলোয়ার হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু,এসকেএমডি বাহালুল আলম, মো: আবুল হোসেন, এম মোস্তফা কামাল, আনোয়ারা পারভীন আক্তার পরী,শামসুন নাহার লিপি, রোটা: মনিরুল ইসলাম সোহাগ, রাকিবুজ্জামান রাকিব, পরেশ কুমার সাহা, শামীমা রুনী, শেখ নাসিরউদ্দিন, কামরান হাসান মন্টু, প্রমুখ।