April 14, 2024
আঞ্চলিক

এনজিও প্রতিনিধিদের সাথে কেএমপি’র মতবিনিমিয় সভা

 

 

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগর পুলিশের আয়োজনে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম এঁর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিসি (উত্তর) মোল­া জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি), রাশিদা বেগম, ডিসি (দক্ষিণ) মোহাম্মদ এহসান শাহ্ এডিসি (আরসিডি) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ মনিরুজ্জামান মিঠু, এডিসি (সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মনিরা সুলতানা ও খুলনা মহানগরীর বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা খুলনা মহানগরীকে মাদকমুক্ত, যৌন হয়রানি, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত, যানজটমুক্ত,  পরিচ্ছন্ন, পবিত্র ও মডেল নগরী হিসাবে গড়ে তুলতে চাই। খুলনা মহানগরীতে মাদকের বিরূদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। মাদক নির্মূলে খুলনা মহানগর পুলিশকে সহোযোগিতা করার জন্য এনজিও প্রতিনিধিদের প্রতি আহবান জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *