January 15, 2025
আঞ্চলিক

এইচ এম এরশাদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

 

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি : জাতীয় পার্টি’র চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ গতকাল রবিবার সকাল ৭:৪৫ টায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। এই মহান নেতার মৃত্যুতে জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মী শোকে মুহ্যমান হয়ে পড়েন এবং সকলে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে নেতৃবৃন্দ তিন দিনের শোক পালনের কর্মসূচি গ্রহণ করেন।

কর্মসূচির মধ্যে সকল নেতাকর্মী তিন দিনব্যাপী কালো ব্যাচ ধারণ, কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রেখে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন, অদ্য হতে প্রতিদিন কোরআন তেলওয়াত, বাদ মাগরিব দোয়া ও মরহুমের স্মৃতিচারণ। এই কর্মসূচি সকল উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পালন করার অনুরোধ করা হয়। এরই অংশ হিসেবে আজ জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে সকাল থেকে কোরআন তেলাওয়াত ও মরহুমের স্মৃতিচারণ করা হয় এবং বাদ জোহর ডাকবাংলা জামে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬:৩০টায় মরহুমের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাপার আহŸায়ক এড. মনজুর উল আলম, জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর সদস্য সচিব মোল্লা শওকত হোসেন বাবুল, জাপা নেতা এস এম এরশাদুজ্জামান ডলার, আলহাজ্ব ইসমাইল খান টিপু, রিয়াজ উদ্দিন হাওলাদার, মোঃ ফরহাদ আহমেদ, শেখ জাহাঙ্গীর হোসেন, এড. মাহাতাব উদ্দিন, জি এম বাবুল, শাহজাহান আলী সাজু, শাহরিয়ার নাজিম, রহমত আলী খান, সুলতান মাহামুদ, শাহ লায়েক উল্যা, প্রিন্স হোসেন কালু, শহিদুল কাদির উৎসব, অধ্যাঃ গাউসুল আজম, তোবারক হোসেন তপু, শফিকুল ইসলাম বাচ্চু, সাইফুল ইসলাম মোল্যা, এড. মাসুদুর রহমান, হাসানুর রশীদ রাসেল, গাজী মোশাররফ হোসেন, মোঃ আলাউদ্দিন ফকির, বাবুল হাসান রাজু, জমির উদ্দিন প্রমুখ।

গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন- খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ সভাপতি মোঃ আঃ হানিফ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, রাকিবুল হাসান, জান্নাতুল ফেরদৌস পিকুল, মোঃ বাবর আলী, ডাঃ গোলজার, মোঃ তামান্না, মোস্তাফিজুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ নুরুল আমিন, মোঃ নুরুজ্জামান, মোঃ আকতার হোসেন, কামরান হাসান কেমি, শেখ জামিল আহমেদ পলাশ, শেখ সাকির আহমেদ লিটু, মুন্সি জাকির হোসেন, নজরুল ইসলাম বাবু প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *