December 7, 2024
আঞ্চলিক

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে মানবিক খুলনা’র উপকরণ বিতরণ

 

 

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সংগঠনের প্রতীক উন্মোচন করেছে সামাজিক সংগঠন ‘মানবিক খুলনা’। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের সভাপতি মোঃ বশির হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন আরজু ও যুগ্ম সম্পাদক নয়ন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রুহুল আমিন খান।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রিন্স, আলমগীর হোসেন, সংগঠনের সহ-সভাপতি আরজু তালুকদার শামীম, যুগ্ম সম্পাদক আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তার অন্তরা, দপ্তর সম্পাদক টি এইচ জয়, শিক্ষা সম্পাদক অন্তু শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিশতী সম্রাট, পার্থ সাহা, আসিফ মামুদ, হাদীউজ্জামান, সৈকত হোসেন, সুজন কুমার, সুলতানা আক্তার, ফরিদ তালুকদার, ইমন মৃধা, মিম্মা, ইরিন, সালমান হোসেন, রাবেয়া বসরী, মিদুল হাসান প্রমুখ। পরে শিক্ষার্থীর ভাল ফলাফল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *