April 20, 2024
আন্তর্জাতিক

উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছে উ. কোরিয়ার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ কমিটির পূর্ণাঙ্গ বৈঠক ডেকেছেন। তার অভিহিত ‘বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আলোচনা করতে তিনি এ গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। খবর এএফপি’র।
গত ফেব্রুয়ারিতে কোন চুক্তি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের হ্যানয় সম্মেলন ভেঙ্গে যাওয়ার পর কেন্দ্রীয় কমিটির এ বৈঠক হতে যাচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন মার্কিন নেতার সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে যাচ্ছেন।
কিম এ বৈঠকে তাদের দেশের আর্থিক উন্নয়নে পিয়ংইয়ংয়ের চাপ অব্যাহত রাখার ওপর জোর দিতে পারেন বলে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।
সংস্থাটি জানায়, মঙ্গলবার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কিম বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পার্টির নতুন কৌশল অনুযায়ী জোরালোভাবে গঠনমূলক ভূমিকা রাখার ব্যাপারে তাদেরকে নির্দেশ দেন।
গত এপ্রিলে তিনি ঘোষণা দেন যে ক্ষমতাসীন দলের নতুন কৌশল হবে ‘সমাজতান্ত্রিক অর্থনীতি গঠন’ এবং এর পারমাণবিক উন্নয়নের লক্ষ্য অর্জনের কাজ সম্পূর্ণ করা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *