উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার প্রয়োজন নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের নিশ্চিত করে বলেছেন, তিনি উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করা বন্ধ রাখবেন কারণ দেশটি এমনিতেই ভোগান্তির মধ্যে রয়েছে। পিয়ংইয়ংয়ের নেতার সঙ্গে তার সম্পর্কের সম্মানে তিনি এমন পদক্ষেপ নেন। খবর এএফপি’র।
এক সপ্তাহ আগে টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা হাতে নিয়েছিল তিনি এ ধরনের পদক্ষেপ নেয়া থেকে সরে এসেছেন।
ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া এমনিতেই নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। তারা কঠিন সময় পার করছে।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না যে এই সময়ে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে আর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন আছে।’
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ভিয়েতনামে কিমের সঙ্গে সর্বশেষ সম্মেলনের এক মাস পর ট্রাম্প বলেন, তিনি পিয়ংইয়ংয়ের এ তরুণ নেতার সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বলেছেন। তিনি আরো বলেন, ‘আমরা পরস্পরকে উপলব্ধি করতে পেরেছি।’
ট্রাম্প বলেন, ‘এই সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’