ইশা ছাত্র আন্দোলন জেলা ও নগরীর জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার দুপুর ২টায় ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরীর যৌথ জরুরী সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ইনামুল হাসান সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৮ ফেব্রæয়ারী মঙ্গলবার জেলা মহানগরীর ব্যবস্থাপনায় কর্মী সম্মেলন ও ২১ এ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্বরণে প্রভাত ফেরীতে দলীয় কার্যালয়ে খতমে কুরআন ও মাগফিরাত কামনায় দোয়া ও সকাল ১০টায় বর্ণমালা র্যালী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ নাজমুস সাকিব, সহ-সভাপতি মাহমুদুল হাসান, নগর সহ-সভাপতি আব্দুস সালাম জায়েফ, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ইব্রাহিম ইসলাম আবীর, ফরহাদ মোল্লা, মঈন উদ্দীন, আবু রায়হান, মাহদী হাসান মুন্না, আঃ আলীম, এম এম মাহদী হাসান, মুহাম্মাদ আমানুল্লাহ, নাইমুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।