ইলিশের জিন বিন্যাসের আন্তর্জাতিক স্বীকৃতি
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর এবার পদ্মার ইলিশের জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্সের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত জার্নাল বায়োমেড সেন্ট্রাল (বিএমসি)-এ বাংলাদেশি গবেষকদের উদ্ভাবিত এই গবেষণাটি প্রকাশ করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে পদ্মার ইলিশের জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্স উদ্ভাবন করেন বাংলাদেশি এক গবেষক দল। যার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান।
এর আগে, ২০১৭ সালে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ইলিশ।