দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার একথা জানিয়ে বলেছে,করোনাভাইরাসে আরও একজনের প্রাণহানি ঘটেছে।
এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়াল।
বুধবার থেকে ইরানে মোট ২৮ জনের করোনাভাইরাস সংক্রমণ এবং ৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
কওম শহর থেকে মানুষের চলাচলের মধ্য দিয়ে ভাইরাস ছড়িয়ে গেছে তেহরান, বাবোল, আরাক, ইসফাহান, রাস্ত এবং অন্যান্য শহরে।