ইন্দুরকানীতে দের হাজার তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রাকৃতিক ভারসম্য রক্ষা, বজ্রপাতের পরিমান হ্রাস, ঘূর্ণিঝড়সহ
প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকি হ্রাস করতে গত শুক্রবার বিকাল ৪টায়
ইন্দুরকানী উপজেলা পরিষদ প্রাঙ্গনে দেড়হাজার তালবীজ রোপন কর্মসূচীর
উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ
আল-মুজাহিদ।
হেবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সহায়তায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থা এ
কর্মসূচীর আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন- পরিবেশ
রক্ষা ও বজ্রপাতের পরিমান হ্রাস করতে তাল গাছ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে,
যা আমাদের দেশে ক্রমশ: হারিয়ে যাচ্ছে। তিনি আয়োজক সংস্থাকে কর্মসূচী
আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে নিজ নিজ বাড়ীতে তালবীজ
রোপনের জন্য বলেন।
কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ত্রান ও দূর্যোগ
মন্ত্রনালয়ের অধীনস্ত কর্মকর্তা মো: সাফিকুল ইসলাম (পিআইও), রূপসী বাংলা
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রেসক্লাব সভাপতি মো: আজাদ
হোসেন বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক হুমায়ন করিব, ইন্দুরকানী প্রবাসী
ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম
সাধা:সম্পাদক মো: আরিফুর রহমান টুটুল, কর্মসূচী সমন্বয়কারী মো:
আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চান মিয়াসহ অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ। ইন্দুরকানী উপজেলার চর সাউদখালীসহ বিভিন্ন স্থানে এই দেড়
হাজার তালবীজ রোপন করা হবে।