আ-মরি বাংলা ভাষা
দ. প্রতিবেদক
আজ ৮ই ফেব্রæয়ারি। মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রæয়ারির অষ্টম দিন। ১৯৪৯ সালে পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বজলুর রহমান বাঙালী হয়েও বাংলা বর্ণমালাকে আরবিকরণের পরিকল্পনা করেন। এই উদ্দেশ্যে ১৯৪৯ সালের ৯ই মার্চ মাওলানা আকরাম খাঁ-এর নেতৃত্বে ১৬ সদস্য পূর্ববাংলা ভাষা কমিটি গঠিত হয়। এর তাৎক্ষনিক প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ। ১৯৫১ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের দাবি ক্রমাগত জোরালো হয়ে উঠতে থাকে। এবছর ২৩ ফেব্রæয়ারি পূর্ববাংলার শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক প্রমুখের পক্ষ থেকে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়ে তৎকালীন মূখ্যমন্ত্রী নুরুল আমিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পÐিত ড. মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন এতে স্বাক্ষর করেন। পরবর্তী ১১ই মার্চ আন্দোলন দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহŸান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটি লিফলেটে বিতরণ করে।