আড়ংঘাটা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বিকাল ৫টায় কমিউনিটি পুলিশিং ফোরাম ১৪নং ওয়ার্ড কার্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আড়ংঘাটা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শেখ আবু দাউদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর।
উদ্বোধনী বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ জামাল হোসেন ও মোঃ আল-আমিন শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তারা খান, আশিষ খান ও মহিলা বিষয়ক সম্পাদক স্মৃতি বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মুশফিকুর রহমান (শাওন)।