September 16, 2024
জাতীয়

আশুলিয়ায় সুতার গুদামে আগুন

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার সুতার গুদামে আগুন ধরেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে করিম সুপার মার্কেটের বেইজমেন্টে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চারতলা ভবনের দ্বিতীয় থেকে চারতলায় রয়েছে ‘আনজির অ্যাপারেলস লিমিটেড’-এর কারখানা এবং বেইজমেন্টে রয়েছে তাদের সুতার গুদাম। প্রথম তলায় আছে বিভিন্ন দোকানপাট।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্তকর্তা আবদুল হামিদ বলেন, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। তবে সরু গলি ও কাজ করার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়তে হচ্ছে। দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে কাজ করতে হবে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে তাও জানা যায়নি। এদিকে মার্কেটের নিচতলায় থাকা বিভিন্ন দোকানপাটের মালামাল মালিকরা সরিয়ে চেষ্টা করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *