September 19, 2024
জাতীয়

আশুলিয়ায় দুর্ঘটনায় এএসআই নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক এসআই নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। মঙ্গলবার ভোরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান।
নিহত জসিম উদ্দিন (২৮) মাদারীপুর জেলার সদর থানার ব্রাহ্মনন্দী গ্রামের মোকছেদের ছেলে।তিনি আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। আহতরা হলেন পুলিশ সদস্য নিজাম, অনিক ও দুলাল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিদর্শক জাবেদ বলেন, টহল পুলিশের একটি দল আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে পিকআপ ভ্যানে করে আশুলিয়া থানায় ফিরছিলেন। পথে রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে চার পুলিশ আহত হন।
পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেয়ে।তবে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *