আ’লীগ নেতা গাজী মনু গুরুতর অসুস্থ : দোয়া কামনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ফুলতলা গাড়াখোলা সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাছলিমা খাতুনের স্বামী গাজী মনির উজ জামান মনু (৬২) গতকাল মঙ্গলবার দুপুর ২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক পেইন বেডে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গতকাল বেলা ১২টায় গিলাতলা গাজীপাড়া নিজস্ব বাসভবনের সামনে রাস্তায় পড়ে যেয়ে তার ডান পায়ের গোড়ালী ভেঙ্গে যায়। তিনি দির্ঘ্যদিন ধরে ডায়াবেটিস, হার্টজনিত কারনে ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।
গাজী মনির উজ জামান মনু’র আশু সুস্থতা কামনা করেছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক, গাজী সিরাজুল ইসলাম, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, গাজী কামরুজ্জামান, সাজ্জাদ হোসেন সুজা প্রমুখ।