January 3, 2025
আঞ্চলিক

আব্দুর রাজ্জাক ছিলেন স্বাধীনতা সংগ্রামের সফল সংগঠক

নগর আ’লীগের আলোচনা সভায় সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সংগ্রামমূখর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা। তিনি ছিলেন ’৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের অন্যতম পুরোধা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের সফল সংগঠক। দুঃসময়ে যে কয়েকজন নেতার সাংগঠনিক দক্ষতায় আওয়ামী লীগ সংগঠিত হয়েছিল তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। একটি উন্নত সমৃদ্ধ সুখী সুন্দর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাকের অনন্য অবদান বাঙালি জাতি কোনদিন ভুলবে না।

গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও সাধারণ সম্পাদক, সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

এ সময়ে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল, নগর শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, নগর কৃষক লীগের আহŸায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল, ২০নং ওয়ার্ড আ’লীগ সভাপতি চ. ম. মজিবর রহমান, ১৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু, শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম, মহানগর কৃষক লীগ নেতা মো. আইউব আলী খান, মো. শহীদুল হাসান, কানাই রায়, অনিক রায়, ওয়ার্ড আ’লীগ নেতা আশরাফ আলী হাওলাদার শিপন, ওয়ার্ড কৃষক লীগ নেতা আবু হাসান, মাহবুবুর রহমান নাজিম, ছাত্রনেতা শাহরিয়ার রাহুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *