April 18, 2024
জাতীয়

আবুল হোসেনকে দায়মুক্তি দিলো দুদক

দক্ষিণাঞ্চল ডেস্ক
পদ্মা সেতুর টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের ঘটনায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে সৈয়দ আবুল হোসেনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। দুদক সচিব ড. শামসুল আরেফিন ওই চিঠিতে সই করেন।
প্রসঙ্গত, ২০১২ সালে পদ্মা সেতুর টেন্ডার প্রক্রিয়ায় ঘুষ, দুর্নীতির অভিযোগ তোলে দাতা সংস্থা বিশ্বব্যাংক। পরে দুর্নীতি সংক্রান্ত ওই অভিযোগের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের সময় বিশ্বব্যাংকের করা অভিযোগটিও দুদক হাতে পেয়েছিল বলে সে সময় দুদকের সূত্র থেকে জানা গিয়েছিল।
অনুসন্ধান শেষে সৈয়দ আবুল হোসেন, আবুল হাসানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তও করা হয়। পরে তদন্ত শেষে মামলাটি নথিভুক্তিসহ চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয় ২০১৪ সালে। এর প্রায় ছয় বছর পর মঙ্গলবার (২২ জানুয়ারি) সৈয়দ আবুল হোসেনকে দুর্নীতির অভিযাগ থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় দুদক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *