April 26, 2024
জাতীয়

আবারও সংসদ উপনেতা হলেন সাজেদা চৌধুরী

আবারও সংসদ উপনেতা হলেন সাজেদা চৌধুরী
দক্ষিণাঞ্চল ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রবীণ রাজনীতিক সৈয়দা সাজেদা চৌধুরী জাতীয় সংসদের উপনেতা হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন। সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ই-ফাইলিংয়ের মাধ্যমে সোমবার তার নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর মর্যাদা পাবেন সাজেদা চৌধুরী।
ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাজেদা চৌধুরী এর আগে নবম ও দশম জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯-১৯৭৫ সময়কালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সজেদা। মুক্তিযুদ্ধকালীন কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর ১৯৭৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাজেদা। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *