আফগানিস্তানে বোমা হামলায় নিহত ২১
দক্ষিণাঞ্চল ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর বন্দুক হামলায় অন্তত ১৬ কর্মী ও পাঁচ হামলাকারীসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। হামলার ঘটনায় আরো চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বুধবার দেশটির জালালাবাদ শহরে একটি বেসরকারি ভবন নির্মাণ কোম্পানির সামনে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির নানগারহার প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানান, জালালাবাদ শহরে অবস্থিত ওই কোম্পানির দফতরে সামনে দুজন ব্যক্তি আত্মঘাতীর বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটির শুরু। পরে কোম্পানির দফতর লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি শুরু করে।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। জালালাবাদ শহর আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী। প্রাদেশিক এই রাজধানী শহরটির সঙ্গে পাকিস্তানের সীমান্ত সংযোগ আছে।