আজ থেকে খুলনায় ভোটার তালিকা হালনাগাদ শুরু
দ: প্রতিবেদক
খুলনা বিভাগে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হতে যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ উলক্ষে খুলনা নির্বাচন অফিস আজ মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে।
নগরীর বয়রা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশানস ও অর্থ) মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, খুলনার পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।