September 19, 2024
আঞ্চলিক

আকরাম হোসেনকে পুনরায় মনোনয়ন দেওয়ায় গিলাতলায় আনন্দ মিছিল

খানজাহান আলী থানা প্রতিনিধি

ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনকে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে গতকাল রবিবার সন্ধ্যায় গিলাতলা দক্ষিণ পাড়ায় আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি গিলাতলার গাফ্ফার ফুড মোড়  থেকে শুরু হয়ে বালির ঘাট হয়ে পাল পাড়ার মোড়, জেমকন সিমেন্ট মোড়, পাকার মাথা, মক্তব মোড় ঘুরে পুনরায় গাফ্ফার ফুড মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় বক্তৃতা বলেন, ফুলতলা উপজেলা পরিষদের উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেনকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

পথসভায় বক্তব্য রাখেন গিলাতলা দক্ষিণ পাড়া সোনার তরী যুব সংঘের উপদেষ্টা মোঃ নূর ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, এস এম রাসেল, সোনার তরী যুব সংঘের সাধারণ সস্পাদক ইদ্রিস আলী, মোঃ আবুল হোসেন, মোঃ সবুর প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *