November 15, 2024
আঞ্চলিকজাতীয়লেটেস্ট

অগ্নিঝরা মার্চ

দ: প্রতিবেদক

আজ রবিবার অগ্নিঝরা মার্চ মাসের তৃতীয় দিবস। ১৯৭১ সালের ৩রা মার্চ বুধবার স্বাধীনতার প্রথম ইশতেহার পাঠের দিন। বাঙালিদের স্বাধীকার আন্দোলন উত্তালের দিন। প্রতি বছর ঘুরে আমাদের দ্বারপ্রান্তে ফিরে আসে একাত্তরের ঐতিহাসিক ৩রা মার্চ। একাত্তরের অগ্নিঝরা মার্চ মাসের তৃতীয় দিন সারা বাংলাদেশে পূর্ণ দিবস হরতাল পালিত হয়। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী স্বাধীকার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে মুক্তিকামী জনগণ।

চরম অসন্তোষ বিরাজ করতে দেখা গিয়েছিলো স্বাধীনমুখি গণমানুষের মধ্যে। পাকিস্তানিদের বাঙালিদের ওপর গণহত্যার প্রতিবাদে সেদিন বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা জানিয়ে স্বাধীনতা আন্দোলন-সংগ্রামে জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়। গণ-আন্দোলেনের ভয়াবহতা দেখে জুলফিকার আলী ভুট্টো সদলবলে জেনারেল ইয়াহিয়ার সঙ্গে আলোচনা করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া আলোচনার পর এক সংক্ষিপ্ত বেতার ভাষণে ১০ই মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের এক সম্মেলন আহŸান করেন। ওদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মেলনের প্রয়োজন নেই বলে তা সরাসরি প্রত্যাখান করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *