April 24, 2024
আন্তর্জাতিক

ভারতে ভেজাল মদ পান করে ৭০ জনের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক
উত্তর ভারতের বিভিন্ন গ্রামে ভেজাল মদ পান করে গত তিনদিনে মারা গেছেন প্রায় ৭০ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ২৭ জন। চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, রাজধানী দিলি­ থেকে ৩০৬ কিলোমিটার পূর্বে উত্তর প্রদেশের স্মরণপুর জেলায় ৩৬ জন, কুশিনগরে আটজন ও উত্তরাখণ্ড রাজ্যে ২৮ জন ভেজাল মদ পান করে মারা গেছেন। উত্তর প্রদেশের পুলিশ জানায়, গ্রামবাসীরা পার্শ্ববর্তী উত্তরাখণ্ডে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গিয়ে ভেজাল মদ পান করে। বেআইনিভাবে মদ বিক্রির দায়ে ইতোমধ্যে ৩০ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এ কারণে রাজ্যটির ৩৫ কর্মকর্তাকে বরখাস্ত করেছে প্রাদেশিক সরকার। এদের মধ্যে ১২ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
বেআইনিভাবে মদ বিক্রির ঘটনায় জড়িত সবাইকে আটক করা হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এরইমধ্যে ভেজাল মদ জব্দ করতে রাজ্যের বিভিন্ন অংশে অভিযান শুরু হয়েছে। ভারতে প্রায়ই অবৈধভাবে বিক্রি করা এসব ভেজাল মদ পান করে মৃত্যুর ঘটনা ঘটে। ২০১১ সালে ভেজাল মদ পান করে মারা যান ১৭৫ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *