April 26, 2024
আঞ্চলিক

খুলনায় একুশে বইমেলায় ২৭তম দিন অতিবাহিত

দ. প্রতিবেদক

গতকাল বৃহষ্পতিবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৭তম দিন। প্রাত্যহিক আয়োজনে বিকাল ৪টায় বইমেলার মঞ্চে প্রথমে খুলনা শিশু সদন এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় বি এল কলেজের আবৃত্তি সংগঠন বায়ান্ন তাদের আবৃত্তি প্রযোজনা নিয়ে মঞ্চে আসে। বিকাল ৫.৩০ টায় বাক আবৃত্তি অনুশীলন চক্র’এর পরিবেশনায় আবৃত্তি পরিবেশিত হয়। ৬.১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার ড. গাজী আব্দুল্লাহ হেল বাকী’র ’সং অফারিংস: রবিন্দ্রনাথের নোবেল বিজয়’ বইটির মোড়ক উম্মোচন হয়। বইমেলার মঞ্চে সন্ধ্যা ৬.৩০ টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুাজববর্ষ একুশে বইমেলা খুলনা, ২০২০ এর অনুষ্ঠান সমন্বায়ক সাইফুল ইসলাম মল্লিক। প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বি এল কলেজ, খুলনা’র উপাধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিএল কলেজ, খুলনা’র সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। প্রবন্ধের বিষয় ‘ভাষা আন্দোলনে বি এল কলেজের ভূমিকা’। অনুষ্ঠানের সভাপত্বি করেন অধ্যক্ষ মমতাজ বেগম বিজলী। পরবর্তীতে হুমায়ুন আহমেদ রচিত নাটক ‘একাত্তর’ পরিবেশন করে বিএল কলেজ থিয়েটার খুলনার শিল্পীবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলাকেন্দ্র, দৌলতপুরের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, ইফ্ফাত সানিয়া ন্যান্সি ও শাহারুজ্জামান। সার্বিক অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *