April 17, 2024
আঞ্চলিক

খুলনা-৩ আসনের সাবেক এমপি কাজী ডালিমের ইন্তেকাল

দ: প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম (৭১) গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল­াহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি সূত্র জানায়, বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম বেশ কিছুদিন ধরে কিডনি, ডায়বেটিকসসহ নানা রোগে ভুগছিলেন। তার জানাজার নামাজ আজ বুধবার বাদ যোহর খুলনা হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। আর আছরবাদ খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আরো একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, মরহুম কাজী সেকেন্দার আলী ডালিম বিএনপি প্রতিষ্ঠাময় থেকে খুলনা অঞ্চলে বিএনপি গঠনে অত্যন্ত দায়ীত্বশীল ভূমিকা পালন করেন। গণতান্ত্রিক আন্দোলন সমূহে তার বিরোচিত ভূমিকা। সৎ, সাহসী ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। সদা হাস্যোজ্জল পরোপকারী কাজী সেকেন্দার আলী ডালিম খুলনার শিল্পাঞ্চলের জনগনের একজন রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে এবং বিএনপি হারিয়েছে দীর্ঘ পরিক্ষিত রাজনৈতিক নেতাকে।

তার মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *