April 20, 2024
জাতীয়

দুই সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে : ওবায়দুল কাদের

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘সুষ্ঠু ভোট হলে বিএনপি প্রার্থীরা জয়ী হবে’ দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিএনপি দাবি করতে পারবে না তাদের প্রার্থীরা এতো ভালো ও ক্লিন ইমেজের। তারা জয়ের স্বপ্ন দেখতেই পারেন। কারণ নির্বাচন ভয়মুক্ত হবে, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হবে।’

গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষকের স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের প্রার্থী ভালো ও ক্লিন ইমেজের। প্রার্থীদের ইমেজের কোনও সংকট নেই। আমরা বিশ্বাস করি, জনগণ ক্লিন ইমেজের স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকেই ভোট দেবেন।

তিনি বলেন, ‘বিএনপি শুধু নালিশ আর অভিযোগ করে। নির্বাচনের ফল গণনা শেষ পর্যায়ে বলতে থাকে, নির্বাচনে জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, পক্ষপাতযুক্ত নির্বাচন হয়েছে। এসব অবান্তর অভিযোগ তারা সিলেট সিটি নির্বাচনেও করেছে। পরে দেখা গেল তাদের প্রার্থী জিতেছে। তারপর তাদের ভোল পাল্টে ফেলেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। অনেক শত্রæতা আছে, অনেক ষড়যন্ত্র আছে। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত বাংলাদেশে আছে এবং সেটা প্রতিহত করতে হলে আমাদের শক্তিশালী সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলার বিকল্প নেই। সংগঠন শক্তিশালী থাকলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য থাকবে।’

কৃষক লীগে বিতর্কিতদের স্থান না দেওয়ার আহŸান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিত কোনও লোক কৃষক লীগের কমিটিতে স্থান যেন না পায়। অনেকে কৃষক লীগের ধারে-কাছেও নেই, অথচ কৃষক লীগের পরিচয় দেয়। এটা যেন ভবিষ্যতে না হয়।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ডা. এম এ আজিজ, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *