April 25, 2024
আন্তর্জাতিক

ইদলিবে সিরীয় বাহিনী-চরমপন্থিদের ব্যাপক সংঘর্ষ, নিহত ১০০

সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনী ও সরকারবিরোধী চরমপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইদিনে দু’পক্ষের অন্তত ৯৬ যোদ্ধার প্রাণহানি হয়েছে বলে পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র (এসওএইচআর) বরাত দিয়ে সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানায়।

এসওএইচআর জানায়, শনিবার ইসলামি চরমপন্থিদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবে হামলা চালায় সিরীয় বাহিনী। বিশেষ করে সোমবার ভোরের দিকে বিভিন্ন দিক থেকে ইদলিবের দক্ষিণ-পূর্বাঞ্চলে হামলা চালানো হয়।

‘এতে ৪৮ ঘণ্টায় সরকার পক্ষের ৫১ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ৩১ ইসলামি চরমপন্থিসহ নিহত হয়েছেন সরকারবিরোধী ৪৫ যোদ্ধা।’

এ ব্যাপারে এখন পর্যন্ত সিরীয় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা সাধারণত হতাহতের সংখ্যা প্রকাশ করে না।

আট বছর ধরে চলা গৃহযুদ্ধে অসংখ্য বাস্তুচ্যুতসহ ইদলিবে প্রায় ৩০ লাখ মানুষের বাস। এখানকার বিশাল অংশ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সাবেক সমর্থক এক চরমপন্থি গ্রুপের নিয়ন্ত্রণে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ বারবার বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এসব অঞ্চল পুনর্দখলের কথা জানিয়ে আসছেন।

২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *