April 20, 2024
জাতীয়

৪১তম বিসিএস: নিয়োগ পাবে ২১৬৬ জন

দক্ষিণাঞ্চল ডেস্ক

সরকারি চাকরিতে লোক নিয়োগে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। গতকাল বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এই বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ১৬৬টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৫ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেনারেল ক্যাডারে সব মলিয়ে ৬৪২টি পদে নিয়োগ দেওয়া হবে ৪১তম বিসিএসে।

এর মধ্যে প্রশাসনে ৩২৩ জন, আনসারে ২৩ জন, নিরীক্ষা ও হিসাবে ২৫ জন, সমবায়ে ৮ জন, শুল্ক ও আবগারিতে ২৩ জন, পরিবার পরিকল্পনায় ৪ জন, খাদ্যে ৬ জন, পররাষ্ট্রে ২৫ জন, তথ্যে ৩৮ জন, ডাকে ২ জন, রেলওয়েতে (পরিবহন ও বাণিজ্যিক) ১ জন, করে ৬০ জন এবং বাণিজ্যে ৪ জন নিয়োগ পাবে। এছাড়া প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৬১৯টি পদে, সাধারণ শিক্ষায় সরকারি সাধারণ কলেজে ৮৯২টি পদে ও সরকারি প্রশিক্ষণ কলেজের জন্য ১৩টি পদে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *